এক নজরে শরীয়তপুর সরকারি কলেজে
০১. প্রতিষ্ঠাকালিন নাম : শরীয়তপুর মহাবিদ্যালয়।
০২. বর্তমান নাম : শরীয়তপুর সরকারি কলেজ।
০৩. প্রতিষ্ঠার তারিখ : ০৯ জুন ১৯৭৮
০৪. প্রতিষ্ঠাতা : মো. আমিনুর রহমান (তৎকালিন মহকুমা প্রশাসক)
০৫. স্থায়ী করণের তারিখ : ২৭ জুন ১৯৭৯
০৬. জাতীয়করণের তারিখ : ০১ মার্চ ১৯৮০
০৭. মৌজার নাম : ধানুকা।
০৮. মোট জমির পরিমাণ : ৬.২ একর সরকারি
০৯. কলেজ কোড নং : ১১৩৬৪৭
১০. ডিগ্রি কোর্স চালু : ৩০-০৪-১৯৮৯
১১. অনার্স কোর্স চালু : ১৫-০৩-১৯৯৯
১২. মাষ্টার্স কোর্স চালু : ১৩-০৮-২০১৫
১৩. প্রশাসনিক ভবন : ১টি (দ্বিতল)।
১৪. প্রশাসনিক ভবন : ১টি (নির্মাণাধীন ৫ তলা বিশিষ্ট)
১৫. কম্পিউটার ল্যাব : ২টি (কম্পিউটার সংখ্যা ৪৮টি)
১৬. মুজিব কর্নার : ১টি
১৭. মুক্তিযুদ্ধ কর্নার : ১টি
১৮. একাডেমিক ভবন : ১টি (তিন তলা বিশিষ্ট)
১৯. একাডেমিক ভবন : ১টি (নির্মাণাধীন ৫ তলা বিশিষ্ট)
২০. বিজ্ঞান ভবন : ১টি (দ্বিতল বিশিষ্ট)
২১. লাইব্রেরী : ১টি
২২. ছাত্র হোস্টেল : ১টি (৪ তলা বিশিষ্ট)
২৩. ছাত্রী হোস্টেল : ১টি (৫ তলা বিশিষ্ট)
২৪. অনার্স বিষয় : ১১টি
২৫. মাষ্টার্স বিষয় : ৪টি
২৬. ছাত্র-ছাত্রীর সংখ্যা : ৮,৫৬৬ জন।