2016-11-14 04:11:04  NOC for BCS Cadre officer2017-04-19 04:04:28  academic meeting

Message from the principal.

                                                           

শরীয়তপুর জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে আমি পরম আনন্দিত এ জন্য যে বর্তমান তথ্য প্রযুক্তির উন্নয়নের যুগে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে শরীয়তপুর সরকারি কলেজেরও রয়েছে একটি সুন্দর ওয়েব সাইট। সেই সাথে আমি অভিনন্দন জানাই সকল শিক্ষার্থীদের যারা শরীয়তপুর সরকারি কলেজকে তাদের শিক্ষালাভের সর্বোত্তম স্থান হিসেবে বেছে নিয়েছে এবং অভিনন্দন তাদের যারা কলেজের উন্নয়নে ভুমিকা রাখছেন।

৯ জুন, ১৯৭৮ সাল থেকে শরীয়তপুর সরকারি কলেজের যাত্রা শুরু এবং ১ মার্চ, ১৯৮০ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকেই শরীয়তপুরের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শরীয়তপুর সরকারি কলেজকে শুধু শিক্ষাগ্রহণের উন্নত পরিবেশে রূপান্তরই নয় বরং কলেজটিকে শরীয়তপুর বাসির আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের কেন্দ্রস্থলে রূপান্তর করাও আমাদের অন্যতম লক্ষ্য। নিজস্ব ওয়েব সাইট খোলার মাধ্যমে বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে শরীয়তপুর সরকারি কলেজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

 

আমি আশাবাদী যে আমাদের শিক্ষার্থীদের বিপুল উৎসাহ, মননশীল ও গুণী শিক্ষকবৃন্দ এবং দক্ষ প্রশাসন কলেজটিকে উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেদিতে সক্ষম হবে।

 

শরীয়তপুর সরকারি কলেজের উজ্জ¦ল ভবিষ্যৎ এবং মানসম্মত উচ্চশিক্ষাই আমার একান্ত কাম্য।

 

 

প্রফেসর  মো. মনোয়ার হোসেন
আই ডি -১৮৯৭
অধ্যক্ষ
শরীয়তপুর সরকারি কলেজ
শরীয়তপুর।