অধ্যক্ষের বার্তা

পদ্মার রূপালী জল আর উর্বর পলি মাটির অতি আদরে লালিত ঢাকা বিভাগের একটি অন্যতম জেলা শরীয়তপুর। প্রকৃতি তার আপন ক্রোড়ে স্নেহ-মমতায় ধারণ করে রেখেছে এ ক্ষুদ্র জনপদটিকে। শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি চর্চায় সকল সংকীর্ণতাকে পশ্চাতে ফেলে অগ্রগামী এ জেলা। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করা, জ্ঞানের মন্ত্রে দীক্ষিত করার পিছনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেগুলোর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ (সাবেক- শরীয়তপুর সরকারি কলেজ) অন্যতম। অধ্যক্ষ পদটি কলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। একটি কলেজের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির পিছনে অধ্যক্ষ পদের ভূমিকা অপরিসীম। এ মহান দায়িত্ব নিয়ে আমি ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর এই কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করি এবং অদ্যাবধি নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করে যাচ্ছি। এই কলেজের সকল শিক্ষক কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী আমার হৃদয় স্পন্দনের সাথে মিশে আছে। তাদের প্রত্যেকের আন্তরিকতা ও সার্বিক সহযোগিতায় কলেজটি দক্ষিণ বঙ্গের একটি অন্যতম বিদ্যাপীঠে পরিণত হয়েছে। কলেজের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে ইতোমধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২১-২২ স্বাক্ষরিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-তে কলেজটি ঢাকা অঞ্চলে চতুর্থ স্থান অধিকার করে দেশবাসীর কাছে তার নাম উজ্জ্বল করেছে। কলেজ লাইব্রেরিতে শিক্ষার্থীদের জ্ঞান চর্চার পর্যাপ্ত সুযোগ সৃষ্টিসহ একটি সমৃদ্ধ মুজিব কর্নার স্থাপন করা হয়েছে এবং ডিজিটাল ল্যাব ও প্রতিটি শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়ার উপযোগী করে পুনর্বিন্যাসের কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযোগী করে পাঠদান ও তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার সুনিশ্চিতকরণে একটি আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। কলেজ ক্যাম্পাসকে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান, সচেতনতা সৃষ্টি, ব্যক্তিত্বের গঠন ও সর্বোপরি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস উন্নয়ন কর্মসূচি চলমান। আমি আশাবাদী, সকল মহলের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজকে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠে পরিণত করা সম্ভব হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশ এবং এ ধারা ক্রমবর্ধনশীল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজ বিশ্বব্যাপী শিক্ষাসহ সমস্ত ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল নাগরিকের কাছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘ভিশন ২০২১’বাস্তবায়ন এবং ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শরীয়তপুর সরকারি কলেজের ওয়েবসাইটটি বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের ক্ষেত্রে একটি সম্প্রীতিমূলক উদ্যোগ। আধুনিক বিজ্ঞানের তথ্য ও প্রযুক্তির উন্নয়নে এবং বিশ্বায়নের যুগে একটি কার্যকর ও সহজ যোগাযোগ তৈরির মাধ্যম হিসেবে একটি ওয়েবসাইট দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠনের জন্য অত্যাবশ্যক। প্রশাসনিক দক্ষতাবৃদ্ধি এবং শিক্ষার্থীদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ তৈরির একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে এ ওয়েবসাইট। আমি অত্যন্ত আনন্দিত যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সেবা সহজীকরণ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আমাদের ওয়েবসাইটটির প্রতিনিয়ত উন্নত সংস্করণ চালু হচ্ছে। আমি আশা করি, এই ওয়েবসাইটটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদেরকে অত্যাবশ্যক সব তথ্য সরবরাহ করবে এবং অগ্রগতি অর্জনের প্রচেষ্টায় একটি নির্ভরযোগ্য মাইলফলক হিসেবে কাজ করবে।


ধন্যবাদান্তে
প্রফেসর মোঃ হারুন অর রশীদ
অধ্যক্ষ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ, শরীয়তপুর